মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মর্যাদা ও শান্তিপূর্ণ ভবিষ্যত নির্মাণের পাশাপাশি এই সংকটে স্থায়ী সমাধানের উদ্দেশে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৮০তম বৈঠকের মধেই মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যকার সংঘাত ২০২৩ সালের শেষের দিকে নতুন করে শুরু হলে দেড় লাখের বেশি রোহিঙ্গা জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আরও বলা হয়েছে, তারা আশ্রয় নিয়েছে কক্সবাজারের শরণার্থী শিবিরে। শিবিরগুলোতে আগেই ১০ লাখের বেশি রোহিঙ্গার বাস। তারা মূলত ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ পর বিভিন্ন দফায় এখানে আশ্রয় নিয়েছে। এই প্রতিবেদনের লক্ষ্য হলো দ্রুত পরিবর্তিত এই নিরাপত্তা ও রাজনৈতিক প্রেক্ষাপটে রাখাইন ও ক্যাম্পগুলোতে রোহিঙ্গা জনগোষ্ঠীর শেকড়ে গিয়ে তাদের গল্প নথিবদ্ধ করা। এছাড়াও তাদের নিরাপদ,...