আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী তথ্য-অনুসন্ধানী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।ইইউর সাত সদস্যের দলটির নেতৃত্ব দেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি। দলের অন্য সদস্যরা হলেন— হেড অব সেক্টর (বেলজিয়াম) রেজিনাল্ড সোয়েনেন, পলিসি অফিসার (জার্মানি) ফ্রেডেরিক শুমান, টিম লিডার (সুইডেন) মেটে বাকেন, লিগ্যাল এক্সপার্ট (অস্ট্রিয়া) জোয়াকিম ম্যানুয়েল ওয়ালি, লজিস্টিকস এক্সপার্ট (পর্তুগাল) টেরি মারে পিন্টো ও সিকিউরিটি এক্সপার্ট (যুক্তরাজ্য) ইয়ান জেমস মিলার।জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে করণীয় বিষয়ে ব্যক্তিগত মত জানতে চাইলে চসিক মেয়র বলেন, স্বাধীন নির্বাচন কমিশন, সব দলের সমান সুযোগ, নির্ভুল ভোটার তালিকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অরাজনৈতিক ভূমিকা, মুক্ত গণমাধ্যম,...