জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের ও কোষাধ্যক্ষের অনুমতি ছাড়াই রেজিস্ট্রার দপ্তরের ২৪ কর্মকর্তাকে অভ্যন্তরীণ বদলি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।গত ২২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ পরিবর্তন কার্যকর করা হয়।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম গত ১৮ সেপ্টেম্বর বিদেশে যান ছুটিতে। এর পরপরই রেজিস্ট্রার এই আদেশ জারি করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিনিয়র কর্মকর্তা অভিযোগ করে বলেন, উপাচার্য ছুটিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রার তড়িঘড়ি করে বদলির আদেশ দেন। তার এ ধরনের ক্ষমতা নেই। এটি সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা।চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রতি ৩০ ভোটারে প্রার্থী একজনবিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট রঞ্জন কুমার দাসের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় আইন কিংবা সংবিধিতে রেজিস্ট্রারের এমন ক্ষমতা উল্লেখ নেই। তবে বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১৩(ছ) ধারায় বলা...