তিনি আরও বলেন, বিকেল পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ১১ জন ও হল সংসদে ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বাতিল হয়েছেন আরও চারজন। ফলে ৯৩১ জনের মধ্যে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী থাকছেন ৯০৭ জন।সেনা কর্মকর্তা তানজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধানির্বাচন কমিশন অফিস জানায়, কেন্দ্রীয় সংসদে ১১ প্রার্থী ও হল সংসদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। আর তথ্যগত ভুল থাকায় ৪ জনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।কেন্দ্রীয় সংসদের পদগুলো থেকে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদকসহ মোট ১১ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।অন্যদিকে হল সংসদের মধ্য থেকে আলাওল হল, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল, অতিশ দীপঙ্কর হল, বিজয় ২৪ হল, দেশনেত্রী...