বাংলাদেশ দলকে একাই ধসিয়ে দিলেন অভিষেক শর্মা। ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ভারতীয় এই তরুণ ওপেনার। ১১.১ ওভারে দলীয় ১১৪ রানে আউট হওয়ার আগে রীতিমতো তাণ্ডব চালান। মাত্র ৩৭ বলে ৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে খেলেন ৭২ রানের ঝড়ো ইনিংস। তার ব্যাটিং তাণ্ডবে দিশেহারা ছিল টাইগাররা। অবশ্য ইনিংসের প্রথম ৩ ওভারে ভারত ১৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। পরের তিন ওভারে ঝড় তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। নাসুম আহমেদের করা চতুর্থ ওভারে ২১ রান আদায় করে ভারত। পঞ্চম ওভারে মোস্তাফিজ খরচ করেন ১৭ রান। ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনও ১৭ রান খরচ করেন। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে ৭২ রান স্কোর বোর্ডে জমা করে। সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে...