রাজশাহীতে অভিনব কায়দায় টাকা চুরি করেছেন দুই প্রতারক। তারা নিজেদের বিদেশি পরিচয় দিয়েছিলেন। এরপর দেখার জন্য এক দোকানির কাছ থেকে টাকার বান্ডিল নিয়ে একজন চোখের পলকেই সেখান থেকে ১৯ হাজার ৫০০ টাকা গায়েব করে দিয়েছেন। বুধবার বিকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড়মসজিদ সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই ব্যবসায়ীর নাম এজাজ আহাম্মেদ (৩০)। তিনি মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। তার বাড়ি মহানগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া মহল্লায়। টাকা চুরি করার ওই দৃশ্য দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, প্রায় ৬০ বছরের এক ব্যক্তি ৪৫ বছরের আরেক ব্যক্তিকে নিয়ে দোকানে আসেন। তারা দোকানির কাছে বাংলাদেশি নতুন নোট দেখতে চান। এ সময় দোকানি বেশি বয়স্ক ব্যক্তিকে ১...