আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করেছে র্যাব-১। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোল পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় র্যাব-১ সদরদপ্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-উদযাপন উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় র্যাব-১ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুর্গোৎসবের পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র্যাব-১ এর আওতাধীন এলাকা নারায়নগঞ্জসহ ঢাকা বিভাগের অন্যান্য জেলা এবং গাজীপুর জেলায় র্যাব-১ এর পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে। আশিকুর রহমান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি...