শুভমান গিলের পর শিবম দুবেকেও ফেরালেন রিশাদ হোসেন। তার স্পিনে বিভ্রান্ত হন ভারতীয় টপঅর্ডার ২ ব্যাটসম্যান। ইনিংসের প্রথম ৩ ওভারে ভারতের সংগ্রহ ছিল মাত্র ১৭ রান। পরের তিন ওভারে ভারত সংগ্রহ করে ৫৫ রান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারত সংগ্রহ করে ৭২ রান। সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে খরচ করেন ৪ রান। দ্বিতীয় ডেলিভারি ওয়াইড দিয়ে পরের বলে শুভমান গিলের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। এরপর নমব ওভারে বোলিংয়ে এসে রিশাদ ফেরান নতুন ব্যাটসম্যান শিবম দুবেকে। জিতলেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত। হারলে আগামীকাল পাকিস্তানকে হারাতে হবে। তবে টানা দুই ম্যাচে হারলে ফাইনালের আগে বিদায় নিতে হবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের এই শক্তিশালী দলের বিপক্ষে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন...