এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। টুর্নামেন্টে এখনো অপরাজিত টিম ইন্ডিয়া। দুর্দান্ত ফর্মে রয়েছে সূর্যকুমার যাদবের দল। এ ম্যাচে জিতলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে তারা। বাংলাদেশও চায় দৌড়ে টিকে থাকতে। ফলে ম্যাচটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ। এমন আবহে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই নামতে হয়েছে টাইগারদের। ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। টস জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, আমরা আগে বোলিং করতে চাই। অনুশীলনের সময় আমাদের একজন খেলোয়াড় (লিটন দাস) চোট পেয়েছেন। তাই দুর্ভাগ্যবশত তিনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। (অধিনায়ক হিসেবে খেলতে নেমে) আমি উচ্ছ্বসিত এবং এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। দল হিসেবে আমরা খুব ভালো খেলছি এবং সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।...