গণমাধ্যমে বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব ধরে রাখতে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বুধবার বিকালে তথ্য ভবনে অনুষ্ঠিত ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নিয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, তিনি আরও বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণ এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, যা শ্রম মন্ত্রণালয়ের অধীনেই থাকা উচিত। সাংবাদিকতার সুরক্ষায় নতুন আইন বাস্তবায়নের পথে সব গণমাধ্যম প্রতিষ্ঠানের মতামত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি দায়িত্বের জায়গা। সেই দায়িত্ব পালনে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য নীতিগত ও কাঠামোগত পরিবর্তন দরকার।’ আলোচনা সভায় জানানো হয়, অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ করছে গণমাধ্যম সংস্কার কমিশন। কমিশন ইতোমধ্যে...