ঢাকার কোনো ফ্ল্যাট, মেস, ছাত্রাবাস বা হোটেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন– তা পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। তার ভাষ্য, কর্মকাণ্ড নিষিদ্ধ একটি সংগঠনের কর্মীদের বিষয়ে তথ্য জানলে তা পুলিশকে জানানো ‘নাগরিক দায়িত্ব’। বুধবার ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সময় ২৪৪ জনের গ্রেপ্তারের তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন নজরুল ইসলাম। তিনি বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে স্থিতিশীল অবস্থায় এসে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে। “রাজধানীর আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। পুলিশের পাশাপাশি নগরবাসীও সহায়তা করছে। আজকে তারা আমাদের বেশ ভালোভাবে সহায়তা করেছে। এই সহায়তা যেন ভবিষ্যতেও...