জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আব্দুল খালেক বলেছেন, আমার দলের কোনো কর্মী অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে আমরা সব সময় সতর্ক থাকবো। মানুষ তার ধর্ম-মত স্বাধীনভাবে পালন করতে পারবে। আমাদের লক্ষ্য আগামীর বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা সদর উপজেলার পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভায় এসব কথা বলেন আব্দুল খালেক। জামায়াত মনোনীত এই প্রার্থী আরও বলেন, ‘আমার এমপি হওয়ার কোনো খায়েশ নেই। মানুষের ভালোবাসা নিয়েই আমি শেষ বয়স পর্যন্ত কাজ করতে চাই।’ সভায় জামায়াতের সদর...