২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জৈব চাষাবাদে উৎসাহিত করতে “কৃষক সমাবেশ–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে ক্যাফোডের (Catholic Agency for Development) আর্থিক সহায়তায় কারিতাস বরিশাল অঞ্চলের প্রয়াস প্রকল্পের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কারিতাস প্রয়াস প্রকল্পের কলাপাড়া উপজেলার মাঠকর্মকর্তা মো. জামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাহিদ হাসান, উপকূলীয় মানব উন্নয়নের সংস্থার নির্বাহী পরিচালক ও বিএমইউজে পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে “ভার্মি কম্পোস্ট ব্যবহার, বাজারজাতকরণ ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ” বিষয়ে আলোচনা করা...