সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট নিয়ে কম নাটক হয়নি। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করতে গিয়ে ভালোই বিপাকে পড়তে হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। পাশাপাশি অনলাইনে বিক্রি হওয়ায় ফুটবল সংস্লিষ্ঠ অনেকেই টিকিট কিনতে পারেননি অনলাইনে জটিলতা সৃষ্টি হওয়ায়। এ নিয়ে কম সমালোচনা সইতে হয়নি বাফুফেকে। এরপরও তারা অনলাইনেই টিকিট বিক্রি পূর্বের সিদ্ধান্তে অটল থাকছে। ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে সোমবার থেকে। বুধবার বাফুফের কম্পিটিশনস কমিটির কর্তারা দিয়েছেন এই তথ্য। আগের ম্যাচের টিকিট বিক্রির স্বত্ত্ব পেয়েছিল টিকিফাই নামে একটি অনামী প্রতিষ্ঠান। বেশ কয়েকবার সার্ভার ডাউন হওয়ায় টিকিট প্রার্থী অনেকেই কিনতে পারেননি টিকিট। বেশিরভাগ সময় সার্ভার ডাউন থাকার পরও অবশ্য নির্দিষ্ট টিকিট একটা সময়...