হাসানুল হক ইনুঃ হালো জি জি স্লামালাইকুম ।শেখ হাসিনাঃ হ্যাঁ ওয়ালাইকুমস্লাম কী হইছে?হাসানুল হক ইনুঃ ইনু বলছিলাম...না একটা কথা... আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে, এখন পর্যন্ত যা রিপোর্টবাংলাদেশে পাচ্ছি আরকি। খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং ....শেখ হাসিনাঃ না রামপুরা ক্লিয়ার, শনির আখড়ায় একটু ঝামেলা এখন আছে...হাসানুল হক ইনুঃ শনির আখড়ায় কিছু মোল্লারাই ....শেখ হাসিনাঃ হ্যাঁ জানি, না, খালি মোল্লা না ওইখানে অনেক মাদ্রাসা।হাসানুল হক ইনুঃ মাদ্রাসা আছে ওই....শেখ হাসিনাঃ ....ব্যবস্থা নেওয়া হচ্ছে...মাইকিং করতে হচ্ছে আরকি... নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে আমরা... নামাচ্ছি।হাসানুল হক ইনুঃ ও আচ্ছা.....শেখ হাসিনাঃ না আমি বলছি ক্যাজুয়াল্টির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিকাছে, আকাশ থেকে নামবে, তখন দুইপাশ দিয়ে ধরবে... মেসেজটা দিয়ে দিতে পারেন যে... সেনা পাঠানো হচ্ছে... আর হেলিকপ্টার...