গতকালই জানা গিয়েছিল নিয়মিত অধিনাক লিটন দাসের চোটের খবর। এরপর থেকেই শঙ্কা ছিল ভারতের বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা। সেই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। ভারতের বিপক্ষে দলে নেই লিটন, তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাকের আলী অনিক। সবমিলিয়ে বড় পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন লিটনের পরিবর্তে মাঠে নামা অধিনায়ক জাকের আলী অনিক। এ ম্যাচটি বিশেষ হওয়ার কারণ, বাংলাদেশ-ভারত দুই দলই সুপার ফোরে একটি করে ম্যাচ জিতেছে। আজকে যারা জিতবে তাদের জন্যই একরকম নিশ্চিত হয়ে যাবে ফাইনালে খেলা। সেই লক্ষ্য থাকবে দুই দলেরই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে নেই লিটন দাস। তার...