অনুশীলনের সময়ই ইনজুরিতে পড়েছিলেন অধিনায়ক লিটন দাস। তাকে নিয়ে শঙ্কা ছিল। তবে, একেবারে যে খেলতে পারবেন না, তেমনটা জানা গেলো আজ টসের সময়। কারণ, লিটন দাস নন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে টস করতে নাসমলেন জাকের আলী অনিক। কয়েন ছুঁড়লেন সূর্যকুমার। হেড কল করলেন জাকের। হেডই উঠলো। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। জীবনে এই প্রথম কোনো ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন এবং তাও বড় কোনো ম্যাচে, ভারতের মত প্রতিপক্ষের বিপক্ষে। লিটন না থাকায় একটি পরিবর্তন তো অবশ্যম্ভাবী ছিল। তবে, একটি নয় মোট চারটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। বলা যায় টাইগারদের পুরো বোলিং কম্বিনেশনই পরিবর্তন করে ফেলা হয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীও জানালেন, ইনজুরির কারণে নেই লিটন। তবে দ্রুতই তিনি ফিরবেন আশা করা যায়। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম...