এশিয়ায় বাংলাদেশ-ভারত ক্রিকেট দ্বৈরথের বাইরেও এই ম্যাচটি গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। ইতোমধ্যে একটি করে ম্যাচ জিতেছে দুই দলই। এ ম্যাচ তাই হয়ে ওঠেছে ফাইনালের মঞ্চে যাবার উপলক্ষ। এমন ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন লিটনের পরিবর্তে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া জাকের আলী অনিক। এ ম্যাচটি বিশেষ হওয়ার কারণ, বাংলাদেশ-ভারত দুই দলই সুপার ফোরে একটি করে ম্যাচ জিতেছে। আজকে যারা জিতবে তাদের জন্যই একরকম নিশ্চিত হয়ে যাবে ফাইনালে খেলা। সেই লক্ষ্য থাকবে দুই দলেরই। তবে পরিসংখ্যানে এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত। শিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাট মিলিয়ে মোট ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে মাত্র...