এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে অবশ্য কথার লড়াই জমিয়ে তুলেছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। সাংবাদিকরা যখন বাংলাদেশের ডাকনাম ‘টাইগার’ ধরে তাকে প্রশ্ন করেছেন, তখন যেন ভুলেই গেলেন এরা কারা! পাকিস্তান–বাংলাদেশ ম্যাচের আগে এক সাংবাদিক জানতে চান টাইগারদের বিপক্ষে পাকিস্তানের একাদশ কেমন হবে? তখন শাহীন গুরুগম্ভীর ভঙ্গিতে জানতে চান, ‘টাইগার কারা?’ তার পর হেসে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন তিনি। তখন উত্তর দেন, ‘ওহ দুঃখিত। আমি হেড কোচকে জিজ্ঞেস করবো একাদশ নিয়ে আমি জানি না।’ তবে ম্যাচ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, ‘বাংলাদেশ ভালো দল, সাম্প্রতিক সময়ে তারা দারুণ ক্রিকেট খেলছে। এমন ম্যাচে প্রথম আঘাতটা আপনাকেই করতে হবে, সুযোগ দেওয়া যাবে না। জয় পেতে তিন বিভাগেই—ব্যাটিং, বোলিং,...