গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক মামুন আসামি অজয় কর খোকনকে কারাগারে রাখার আবেদন করেন। “আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।” অজয় কর খোকনকে বুধবার রাতে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার বিবরণে বলা হয়, গত ২২ এপ্রিল গুলশান-১ এর জব্বার টাওয়ারের পাশে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন সমবেত হয়। “সকাল...