যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ‘সুবিধাজনক সময়ে’ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে ট্রাম্পের আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তিনি এ আমন্ত্রণ জানান বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশগ্রহণ করতে নিউ ইয়র্কে অবস্থান করছেন মুহাম্মদ ইউনূস। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগাইসহ বিশ্বের বেশ কয়েকজন নেতার সঙ্গে সৌজন্য বিনিময় করেন। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা...