উত্তর ইতালির বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি ও ঝড়ের কারণে বন্যা এবং ভূমি স্লাইডের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদীর পানি উফিয়ে উঠা, সড়ক ও বসতভূমি পানির নিচে তলিয়ে যাওয়া এবং স্কুলসহ মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মিলান অঞ্চলে সেভেসো নদীর বাঁধ ভেঙে পানি রাস্তা এবং আশপাশের ঘরবাড়িতে প্রবেশ করেছে। অনেক এলাকায় স্কুল বন্ধ করা হয়েছে এবং বিপদে থাকা ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয়েছে। লম্বারডি প্রদেশে ৬৫০টির বেশি জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কাজে প্রায় ২০০ জন ফায়ারফাইটার মোতায়েন করা হয়েছে। একটি মর্মান্তিক ঘটনায় মনজা ও ব্রিয়াঞ্জা প্রদেশে একটি গাড়ির ছাদে ফেঁসে থাকা এক মা এবং তার ১০ মাসের শিশু উদ্ধার করা হয়েছে।...