২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম চলতি এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। চোটের কারণে নেই লিটন দাস। বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি- স্পোর্টস ও নাগরিক টিভি। লিটন ছাড়াও বাংলাদেশের একাদশে পরিবর্তন আরও তিনটি। একাদশে নেই পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদি হাসান। ফিরেছেন পারভেজ হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন। ভারত একাদশে কোনো পরিবর্তন আনেনি। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলা দলটিই আজ আবার মাঠে নামছে। হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠা বাংলাদেশ এই পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে...