নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের ছত্তরিয়া খালের একমাত্র সেতুটির পিলার ভেঙে গেছে। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতুটি। খোঁজ নিয়ে জানা গেছে, চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এবং চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সংযোগে সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিনে সেতুটির খুঁটির পিলার ভেঙে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তারপরও দুই পাড়ের অন্তত ১০ হাজার বাসিন্দা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সরেজমিনে দেখা যায়, ভাঙা সেতুতে লোকজন নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন। পায়ে হেঁটেও যাচ্ছেন অনেকে। তবে কখন সেতুটি ভেঙে পড়ে সেই আতঙ্ক সবার মাঝে। ভারী কোনো যানবাহন উঠলেই কেঁপে ওঠে সেতুটি। স্থানীয় বাসিন্দা আতিক উল্যাহ জাগো নিউজকে বলেন, ‘দুই পাড়ে অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও দুই ইউনিয়নের শত শত বাসিন্দা প্রতিদিন ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে...