চট্টগ্রাম:শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যপদ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়ন না করলে বাতিল হয়ে যাবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। তিনি জানান, গত ১ জুলাই থেকে ২০২৫-২৬ বর্ষের চেম্বারের সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান নবায়ন কার্যক্রম সম্পন্ন করেননি তাদের আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে নবায়ন করতে অনুরোধ জানানো হয়েছে। ওই সময়ের মধ্যে যে সব সদস্য প্রতিষ্ঠান নবায়ন সম্পন্ন করবেন না চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। সদস্যপদ নবায়নের লক্ষ্যে গত বছরের চেম্বার সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স (হালনাগাদ), ই-টিআইএন, হালনাগাদ আয়কর সনদ অথবা ২০২৪-২৫ আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র, ডেলিগেট সদস্যদের স্ব-স্ব গ্রুপ/টাউন অ্যাসোসিয়েশন থেকে উক্ত মেয়াদের সদস্যপদ নবায়ন...