ছবি এডিট করতে বসে একটার পর একটা টুল ব্যবহার করে বিরক্ত হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। এই ঝামেলা কাটাতে গুগল নিয়ে এসেছে নতুন ‘কনভারসেশনাল এডিটিং’ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীকে আর বারবার ক্লিক করতে হবে না, শুধু গুগলকে বলে দিলেই ছবি প্রসেসড হয়ে যাবে। প্রথমে এই সুবিধা শুধু পিক্সেল ১০ সিরিজের ফোনে চালু করা হয়েছিল। তবে এখন থেকে যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। তবে শর্ত হচ্ছে, ব্যবহারকারীকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে, গুগল অ্যাকাউন্ট ইংরেজি ভাষায় থাকতে হবে, ‘ফেইস গ্রুপ’ চালু থাকতে হবে এবং ‘লোকেশন এস্টিমেট’ অন রাখতে হবে। ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপের ‘এডিটর’ অপশনে গিয়ে ‘হেল্প মি এডিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ভয়েস বা টেক্সটের মাধ্যমে ব্যবহারকারী জানাতে পারবেন ঠিক কী পরিবর্তন চান...