আসন্ন নির্বাচন সামনে রেখে ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব বরাবর একটি চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) এনসিপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ অথবা ‘লাল শাপলা’—এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে। এর পর যেন এই প্রতীকগুলোর যেকোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়, সেই অনুরোধও করা হয়েছে।এনসিপি এই আবেদনটি ই-মেইলের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে বলে নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শাপলাকে দলীয় প্রতীক হিসেবে পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী আচরণবিধিমালা এবং প্রতীক...