সিলেট:দেশ ছাড়ার পরিবর্তে কারাগারে গেলেন সিলেটের ফেঞ্চুগঞ্জে চাঞ্চল্যকর জুনায়েদুল ইসলাম হত্যা মামলার আসামি মোহাম্মদ আলী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরব পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ বুধবার (২৪ সেপ্টেম্বর) মোহাম্মদ আলীকে সিলেটে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তার মোহাম্মদ আলী (৩২) বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের কলুমপুর গ্রামের আহাদ আলীর ছেলে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনেকটা গোপনে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে জুনায়েদ হত্যা মামলার এ আসামি। তবে বিমানবন্দর ইমিগ্রেশনে পূর্ব রিকুইজিশন থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে বুধবার বিমানবন্দর থানা থেকে তাকে সিলেটের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের...