জিতলেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত। হারলে আগামীকাল পাকিস্তানকে হারাতে হবে। তবে টানা দুই ম্যাচে হারলে ফাইনালের আগে বিদায় নিতে হবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের এই শক্তিশালী দলের বিপক্ষে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তিনি চোটে আক্রান্ত। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থাকায় তাকে আজ ঝুঁকি নিয়ে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। শুধু লিটন কুমার দাসই নন, আজ দলে ৪টি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। দলে নেই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসান। তাদের পরিবর্তে দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ। এর আগে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে...