শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারাতে ফাইনালের টিকিট অনেকটায় নিশ্চিত হবে টাইগারদের। সেই লক্ষ্যে আজ মাঠে নামছে লিটন বাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দল আগের ম্যাচের দল থেকে ৪টি পরিবর্তন এনেছে। ইনজুরির কারণে ভারত ম্যাচ থেকে ছিটকে গেছে লিটন কুমার দাস। তাই জায়গায় দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। সেই সঙ্গে একাদশে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন। এ ছাড়াও দলে ফিরেছেন তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন আর রিশাদ হোসেনও। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। এদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলা দলটিই আজ আবার মাঠে নামছে। বাংলাদেশ একাদশ:সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন,...