নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ ‘এখনই শেষ’ করতে পারে তার দেশ। “আমরা যুদ্ধ শেষ করতে চাই। আমরা তা করব। হয়ত আমরা এখনই তা শেষ করতে পারি,” নেতাদের উদ্দেশে ও গণমাধ্যমকে বলেন ট্রাম্প। তিনি জানান, ইসরায়েলের জনগণ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি দেখা করবেন। “আমরা কিছু একটা করব, কারণ এটা অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে, আর আমরা চাই যুদ্ধের এবার অবসান হোক।” ট্রাম্প আরও বলেন, “আমরা এখানে এটাই দেখতে এসেছি যে আমরা জিম্মিদের ফেরত আনতে এবং যুদ্ধ শেষ করতে পারি কিনা, মধ্যপ্রাচ্যে প্রাণ ফিরিয়ে আনতে পারি কিনা- যেখানে জীবন সুন্দর, কিন্তু যুদ্ধ ছাড়া তা আরও সুন্দর, তাই নয় কি?” আরব নিউজ জানায়, সৌদি আরব, সংযুক্ত...