বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার দাতমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আমীর আলী ওই গ্রামের মো. রফিজ আলীর ছেলে এবং ঢাকার একটি ব্যাগ কারখানার শ্রমিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ঢাকার কেরানিগঞ্জে সুজন মিয়ার ব্যাগ কারখানায় একই গ্রামের লাফিলুদ্দির ছেলে সাকিল এক কর্মচারীকে মারধর করেন। এ নিয়ে সুজন ও সাকিলের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে তারা নিজেদের গ্রামে ফিরে যান। বিষয়টি মীমাংসার জন্য বুধবার বিকেলে দাতমন্ডল গ্রামে গ্রাম্য সালিস বসে। সালিস চলাকালেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় অসুস্থ হয়ে পড়া আমীর আলীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপর প্রতিপক্ষ...