আসরের সবচেয়ে শক্তিশালী দল ভারত। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। চলতি এশিয়া কাপে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দেশ। রোমাঞ্চকর ভারত-পাকিস্তান লড়াই অতীত হওয়ায় বাংলাদেশ-ভারত ম্যাচই এখন বেশি জমজমাট। যদিও এই ফরম্যাটে ভারতের বিপক্ষে শেষবার ২০১৯ সালে জয় পেয়েছিল টাইগাররা, হেরেছে ১৬টি ম্যাচ। নিজেদের দ্বিতীয় জয় ও এশিয়া কাপের ফাইনালের পথে আরেক ধাপ এগোতে দুবাইয়ে পরীক্ষা দিতে প্রস্তুত বাংলাদেশ। এমন ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একাদশে নেই অধিনায়ক লিটন কুমার দাস। প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। টস ভাগ্যও পাশে পেয়েছেন তিনি। সিদ্ধান্ত নিয়েছেন রান তাড়া করার। ভারতের বিপক্ষে একমাত্র জেতা ম্যাচটিতেও রান তাড়া করেছিল বাংলাদেশ।একাদশে পরিবর্তন এসেছে চারটি। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান,...