এশিয়া কাপে সুপার ফোরে মহাগুরুত্বপূর্ণ টস জিতে ভারতের বিপক্ষে প্রথমে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক । দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়।দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ জমে উঠছে ভারত-বাংলাদেশ সুপার ফোর লড়াই। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।টসের সময় মুদ্রা ছুড়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ডাকটি সঠিক করেন জাকের, আর সঙ্গে সঙ্গেই বোলিংয়ের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। বড় ম্যাচের উত্তেজনায় মুখরিত দুবাই, যেখানে দুই দলের সমর্থকরাই তৈরি এক দমবন্ধ করা লড়াই দেখার অপেক্ষায়।ভারতকে কীভাবে হারাতে হবে জানালেন মাঞ্জরেকারদুইদলেরএকাদশভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়,...