সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে তার মালিকানাধীন কোম্পানি আরামিট পিএলসির এজিএম জাহাঙ্গীর আলমকে আটক করেছে দুদক। বুধবার চট্টগ্রামের কালুরঘাট এলাকায় আরামিট পিএলসির অফিস থেকে তাকে আটকের তথ্য দিয়েছেন দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক সুবেল আহমেদ। দুদক বলছে, জাহাঙ্গীর আলম চারটি ব্যাংকের ১১টি চেকের মাধ্যমে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করেন। এর মধ্যে ইসলামি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ টাকা, সোনালি ব্যাংক থেকে ৩৬ লাখ টাকা এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলা হয়েছে। তার বিরুদ্ধে মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলন করার অভিযোগ করা হচ্ছে। দুদকের আইনজীবী মোকাররম হোসেন বলছেন, গত এক সপ্তাহে এসব টাকা তোলা হয়েছে। জাহাঙ্গীর আলমকে...