বিনোদন ডেস্কঃঅভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’ অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর ছবিটি আগামী ২৬ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলে নির্মাতাপক্ষ জানিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। মায়ের প্রতি সন্তানের ত্যাগ, ভালোবাসা ও আবেগময় বন্ধনের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘সাবা’। মুক্তির আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটির দেড় মিনিটের ট্রেলার প্রকাশ করেছেন মেহজাবীন। ট্রেলার প্রকাশের সময় তিনি লেখেন, ‘সাবা’ একটি চলচ্চিত্র, যেখানে মা আর সন্তানের মধ্যে আবেগের বিনিময় ফুটে উঠেছে। এই যাত্রায় হেঁটে যান, প্রতিটি মুহূর্ত অনুভব করুন আর শেষে উপলব্ধি করুন মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য। আর ভুলবেন না, আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে। ট্রেলারে উঠে এসেছে এক করুণ সংগ্রামের গল্প, যেখানে বাবার নিখোঁজ হওয়ার...