টাঙ্গাইলের মধুপুরে ব্র্যাকের মাঠ পর্যায়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল-৩ রিজিয়নের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্তৃক আয়োজিত “কৃষক প্রশিক্ষণ কর্মশালা” বুধবার বিকেলে জলছত্র এলাকায় অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন বিশ্বজীৎ কুমার দে, রিজিওনাল ম্যানেজার-দাবি (টাঙ্গাইল-৩)। এ সময় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের চলমান প্রডাক্ট যেমন শস্য নিরাপত্তা বীমা, গবাদিপ্রাণী সুরক্ষা বীমা, একুয়াকালচার বীমা এবং আসন্ন কৃষি প্রডাক্ট ও সেবা বিষয়ে আলোচনা করা হয়। জামালপুর রিজিওনাল অফিসের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সম্প্রসারণ (কৃষি ও বীমা ইউনিট) কর্মকর্তা এ.এস.এম মাহবুবুল আলমও উপস্থিত ছিলেন। কর্মশালায় মধুপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান স্থানীয় ফসল যেমন ধান, আনারস, কলা, পেঁপে, আদা, হলুদ উৎপাদন, যত্ন-পরিচর্যা, রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণ এবং আদর্শ বীজ নির্বাচন বিষয়ে বক্তব্য দেন। এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, টাঙ্গাইল-৩ রিজিওনাল অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মো. বাকিুর রহমান আধুনিক কৃষি...