সাভার (ঢাকা) প্রতিনিধি ও জাবি প্রতিনিধি ||রাইজিংবিডি.কম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৫ নম্বর ছাত্রী হলে (সাবেক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল) নবীন বরণ উপলক্ষে উপহার সামগ্রীর সঙ্গে ‘শৃঙ্খলা অধ্যাদেশ ২০১৮’-এর একটি কপি বিতরণ করা হয়। সেখানে ‘রাত ১০টার মধ্যে হলে ফিরতে হবে’ এবং ‘ভোর ৫টার আগে আবাসিক শিক্ষকের অনুমতি ছাড়া বের হওয়া যাবে না’ এমন বিধান উল্লেখ থাকায় এটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, সৃষ্টি হয়েছে নানা বিতর্কও।আরো পড়ুন:খুবিতে নারীর সুরক্ষা-বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার সম্মাননা প্রদাতরুণ লেখক ফোরামের সভাপতি সজীব, সম্পাদক আ. রহিম খুবিতে নারীর সুরক্ষা-বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার সম্মাননা প্রদা গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। এর আগে ২০ সেপ্টেম্বর বিভিন্ন আবাসিক হলে আনুষ্ঠানিকভাবে নবীনদের বরণ করা হয়। এদিন ১৫ নম্বর ছাত্রী...