ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মো. ফখরুদ্দিন মানিক বুধবার বিকেলে কারামাতিয়া বাজারে গণসংযোগ ও পথসভা করেছেন। পথসভায় তিনি বলেন, সোনাগাজী অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং নদী ভাঙন সমস্যাগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে। এসব সমস্যা প্রতিরোধে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ফখরুদ্দিন মানিক আরও জানান, পূর্বে মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানববন্ধন করা, প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি প্রদানসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে এসব দাবি বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, বিগত সময়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত না থাকার কারণে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মন্ত্রণালয়ের বরাদ্দকৃত তহবিল প্রায়ই এমপি, চেয়ারম্যান, মেম্বার এবং তাদের দলীয় কর্মীদের...