সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে শুরুতেই টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের শুরুতেই সবাই অবাক হয়েছে বাংলাদেশ অধিনায়ককে দেখে। চোটের কারণে আজ খেলছেন না লিটন দাস। বাংলাদেশ দলের নতুন অধিনায়ক জাকের আলী অনিক। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে জয় পেলেও ভারতের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন করেছে বাংলাদেশ। আগের ম্যাচ থেকে দলে জায়গা হারিয়েছেন শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও লিটন দাস। একাদশে ফিরেছেন রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিব। এদিকে পাকিস্তানের বিপক্ষে খেলা একই একাদশ নিয়ে নামছে ভারত। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ...