নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পেদ্রির দ্যুতিময় পারফরম্যান্স যেন চোখে লেগে গেছে পল স্কোলসের। এতটাই মনে ধরেছে যে, তিনি বার্সেলোনার এই মিডফিল্ডারকে দেখছেন দুই গ্রেট শাভি এর্নান্দেস ও আন্দ্রেস ইনিয়েস্তার সংমিশ্রন হিসেবে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে গত বৃহস্পতিবার নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করে বার্সেলোনা। জোড়া গোল করে কাতালান দলটির সেদিনের জয়ের নায়ক অবশ্যই মার্কাস র্যাশফোর্ড। তবে পুরো ম্যাচে পেদ্রি ছিলেন মাঝমাঠের কেন্দ্রবিন্দু। ওই ম্যাচের পরই সাবেক ইংলিশ তারকা সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখেন, পেদ্রি এখন তার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। সপ্তাহ না ঘুরতেই আরও একবার লাস পালমাসের সাবেক ফুটবলার পেদ্রির ভুয়সী প্রশংসা করলেন স্কোলস। ‘দি গুড, দি ব্যাড অ্যান্ড দি ফুটবল’ পডকাস্টে ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার বর্তমানের সেরা পাঁচ মিডফিল্ডারের তালিকা করতে গিয়ে পেদ্রিকে নির্দ্বিধায় রাখেন সবার ওপরে। “এক নম্বর পেদ্রি। নিউক্যাসলের বিপক্ষে...