জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশের অডিও এবার আদালত থেকে সরাসরি সম্প্রচার করা হলো। সেখানে উঠে আসে, আন্দোলনকারীদের মারণাস্ত্র দিয়ে গুলি করা, হেলিকপ্টার থেকে বোমা ফেলা, রাজাকার হিসেবে নিশ্চিহ্ন করার নির্দেশনা। ট্রাইব্যুনাল-১ এ বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহার সাক্ষ্য আর ফরেনসিক রিপোর্ট নিশ্চিত করে, ওই অডিওগুলোর কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার ট্রাইব্যুনালে ৫৩তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও ফরেনসিক এক্সপার্ট তানভীর হাসান জোহা। তিনি জানান, এনটিএমসি, বিটিএরসি, ডিএমপিসহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তর থেকে বিভিন্ন জনের ৬৯টি কল রেকর্ড জব্দ করা হয়। এসব পর্যালোচনা এবং সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করে, ৪টি রেকর্ডে আন্দোলনকারীদের দমনের নির্দেশনায়, শেখ হাসিনার কণ্ঠ পাওয়া যায়। এর মধ্যে প্রথমে ট্রাইব্যুনালে শোনানো হয় শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের...