বিনোদন ডেস্কঃকয়েকদিনের সফর শেষে গত রবিবার মধ্যরাতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির। এর আগে, ১৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ও আলোচনার সৃষ্টি হয়। বাংলাদেশ সফরের অভিজ্ঞতা জানিয়ে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দেন এই তারকা। হানিয়া লেখেন, বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন। যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে— তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক...