যখন তরুণ প্রতিবাদকারীরা তার সামনে গুলি খাচ্ছে, একজন সাংবাদিক কি তার কাজ চালিয়ে যেতে পারে এবং নিরপেক্ষ থাকতে পারে? নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৮ ও ৯ সেপ্টেম্বর জেনজি প্রতিবাদে সাংবাদিকদের জন্য ব্যক্তিগত গল্পে পরিণত হয়েছে। কিছু সাংবাদিক প্রতিবাদের সময় হামলার শিকারও হয়েছেন। সুনীতা কার্কি, আন্নাপূর্ণা পোস্টে কর্মরত সাংবাদিক, ৮ সেপ্টেম্বর একটি হোটেলের ওয়ার্কশপে ছিলেন। হোটেলের জানালা দিয়ে প্রথম প্রতিবাদ দেখেছেন। ফোনে কারফিউ সতর্কবার্তা আসছিল, মানবাধিকার সংগঠনের একটি যানবাহন জ্বলে যাচ্ছে, আহত বন্ধুদের মোটরবাইকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিল কিশোররা, আর পুলিশ হাতে হাত তুলে কিশোরকে পেটাচ্ছিল। আরও পড়ুনআরও পড়ুননেপালে জেন-জি আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার তদন্ত দাবি তিনি বললেন, ‘আমি অনেক কাঁদলাম। কিন্তু ভয়ের কারণে নয় – দোষবোধের কারণে। আমরা পাঁচতারা হোটেল থেকে এই দৃশ্যগুলো দেখছিলাম।’ সন্ধ্যা পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৯-এ পৌঁছায়। ৯...