ইনিংসের প্রথম ৩ ওভারে ভারতের সংগ্রহ ছিল মাত্র ১৭ রান। শুরুর তিন ওভারে ভারতের মতো শক্তিশালী দলের লাগাম টেনে ধরে রাখতে পারে বাংলাদেশ। কিন্তু চতুর্থ ওভারে বাঁহাতি স্পিনার নামুস আহমেদ খরচ করেন ২১ রান। তার বলে দুটি ছক্কা আর একটি চার হাঁকান শুভমান গিল ও অভিষেক শর্মা। জিতলেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত। হারলে আগামীকাল পাকিস্তানকে হারাতে হবে। তবে টানা দুই ম্যাচে হারলে ফাইনালের আগে বিদায় নিতে হবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের এই শক্তিশালী দলের বিপক্ষে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তিনি চোটে আক্রান্ত। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থাকায় তাকে আজ ঝুঁকি নিয়ে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। শুধু লিটন কুমার দাসই নন, আজ দলে ৪টি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। দলে নেই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ,...