এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। টুর্নামেন্টে এখনো অপরাজিত এবং দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবের দল জিতলেই নিশ্চিত করবে ফাইনালের টিকিট।অন্যদিকে বাংলাদেশও চায় দৌড়ে টিকে থাকতে, তাই এ ম্যাচ তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলকে আজ নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই নামতে হয়েছে। ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় টস করতে নামেন জাকের আলী। বাংলাদেশ দলের আজ চারটি পরিবর্তন এসেছে। অধিনায়ক লিটনের সঙ্গে নেই তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মেহেদী। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব। টস জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের বলেন, 'আমরা আগে বোলিং করতে চাই। অনুশীলনের সময় আমাদের একজন খেলোয়াড় (লিটন দাস)...