মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের পরিকল্পনা অনুযায়ী চাঁদে মনুষ্যবাহী নভোযান পাঠানোর সম্ভাব্য সময় ঘোষণা করেছে। সংস্থাটি আগে বলেছিল, এপ্রিলের শেষ নাগাদ অভিযানটি পরিচালনা করা হবে। তবে এখন তারা অভিযানটি আরও আগেই পরিচালনা করতে চাইছে। এই অভিযানের নাম আর্টেমিস ২। এটি হবে নাসার আর্টেমিস কর্মসূচির আওতায় পরিচালিত দ্বিতীয় অভিযান। এ অভিযানের লক্ষ্য হলো, নভোচারীদের চন্দ্রপৃষ্ঠে নামানো এবং ধীরে ধীরে সেখানে দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করা। কোনো দেশই ৫০ বছর ধরে চাঁদে মনুষ্যবাহী নভোযান পাঠায়নি। নাসা এবার চাঁদে চার নভোচারী পাঠাবে। গতকাল মঙ্গলবার নাসা কর্তৃপক্ষ বলেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই ১০ দিনের এ অভিযান পরিচালনা করা হতে পারে। নাসার কার্যনির্বাহী উপসহকারী প্রশাসক লেকিশা হকিন্স বলেন, এটি মানুষের মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে। এক সংবাদ সম্মেলনে হকিন্স আরও বলেন, ‘উৎক্ষেপণের সময়সীমা আগামী...