আর দশটা ভারতীয় গৃহীনির মতোই জীবনটা কাটিয়ে দিতে পারতেন লীলা জোসি। তবে তার রোমাঞ্চপ্রিয় মনটা চাইছিল আরও বেশি কিছু। তাইতো দুবাই গিয়ে করলেই ১৩ হাজার ফুট উঁচু থেকে স্কাইডাইভিং। দীর্ঘদিনের এই স্বপ্ন তিনি পূরণ করলেন মাত্র ৭০ বছর বয়সে! পরে সংবাদমাধ্যমে লীলা জানান, আগে কেবল শুনেছিলাম, মানুষ বিমান থেকে বাইরে লাফ দেয়। এটা স্কাইডাইভিং বলে, সেটা আমি জানতাম না। স্বপ্নপূরণে স্বামী-সন্তানের সাহস জুগানোর কথা স্মরণ করে তিনি বলেন, আমার প্রয়াত স্বামী আমার মধ্যে এই সাহসিকতার আগুন জ্বালিয়েছেন। আর ছেলে অনিশ ইচ্ছা বাস্তাবায়নে সহায়তা করেছে। মাথার ওপর দিয়ে উড়োজাহাজ যেতে দেখলেই সেটা থেকে লাফ দেওয়ার চিন্তা তাকে রোমাঞ্চিত করতো বলে উল্লেখ করেন লীলা। তিনি বলেন, একবার প্রতিবেশিদের সামনে হেয়ালি করে কথাটা পেড়েছিলাম কেবল। তারা হেসেই উড়িয়ে দিয়েছিল বিষয়টা। তবে স্কাইডাইভিংয়ের স্বপ্ন...