সংক্ষিপ্ত স্কোর: ভারত ৮.১ ওভারে ৮৩/১ (অভিষেক ৫০*, সূর্য ০*; গিল ২৯, দুবে ২) গিলের আউটের পর প্রমোশন পেয়ে খেলতে নেমেছিলেন শিবম দুবে। যে লক্ষ্যে খেলতে নামা সেটা সফল হতে দেননি রিশাদ হোসেন। মেরে খেলতে গিয়ে ৮.১ ওভারে রিশাদের দ্বিতীয় শিকারে পরিণত হন। দুবে বিদায় নেন ২ রানে। শুরু থেকে বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলেছেন অভিষেক। অষ্টম ওভারে এসে ২৫ বলে তুলে নেন এশিয়া কাপের দ্বিতীয় ফিফটি। পাওয়ার প্লেতে ভারতের ঝড়, ৭৭ রানের জুটি ভাঙলেন রিশাদ শুরুটা দুর্দান্ত বোলিংয়ে হলেও পরে ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। তাদের ঝড়েই পাওয়ার প্লেতে বিনা উইকেটে ভারত সংগ্রহ করে ৭২ রান। সবচেয়ে বেশি তাণ্ডব চালান অভিষেক। তার ক্যাচও ছেড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬ ওভারে ১৯...