আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ১৩৩ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার সাইফ হাসানের। বোলারদের তালিকায় উন্নতি হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের। শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমান এশিয়া কাপের শুরুতে খেলার সুযোগ পাননি সাইফ। গ্রুপ পর্বে টাইগারদের শেষ ম্যাচে একাদশে সুযোগ পান তিনি। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ২৮ বলে ৩০ রান করেন ডানহাতি ব্যাটার। সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেন সাইফ। ২ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৬১ রানের উইনিং ইনিংস খেলেন তিনি। পরপর দুই ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্যে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তরুণ ব্যাটার। ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং নিয়ে ৮১তম স্থানে উঠেছেন সাইফ।...